Homeসকল রেসিপিপাউরুটির সমুসা

পাউরুটির সমুসা

পাউরুটির সমুসা

রেসিপি ও ছবিঃ আমেনা আনার

উপকরণঃ পাউরুটি (চারদিকের বাদামী অংশগুলো কেটে নেওয়া) প্রয়োজন মতো
ময়দা (অল্প পানি দিয়ে গুলে নিন) ১/৪ কাপ
তেল ভাজার জন্য

কোটিং-এর উপকরণঃ ব্রেড ক্রাম্ব প্রয়োজন মতো
ডিম (ফেটানো) ২ টি

কিমার উপকরণঃ মুরগির কিমা ১কাপ
পেঁয়াজ মিহি কুচি ২টি
কাঁচামরিচ কুচি ২-৩ টি
আদা বাটারসুন বাটা ১ চামচ করে
লবণ পরিমাণ মতো
হলুদ গুঁড়া ১/২ চা চামচ থেকে কম
মরিচ গুঁড়া ১/২ চা চামচ থেকে কম
ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ থেকে কম
জিরা গুঁড়া (ভাজা) ১/২ চা চামচ
টমেটো সস ২ টে চামচ
তেল রান্নার জন্য
ধনেপাতা কুচি পরিমাণ মতো

কিমা রান্নাঃ চুলায় প্যানে বসিয়ে তেল দিয়ে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে আদা বাটারসূন বাটা দিয়ে বাকি মসলা ও লবণ দিয়ে একটু কষিয়ে কিমা দিয়ে মাঝারি আঁচে নেড়ে ৫-৬ মিনিট রান্না করুন। এবার টমেটো সস দিয়ে নেড়ে মিশিয়ে নিন। নামিয়ে নেওয়ার আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

সমুসা তৈরিঃ পাউরুটির স্লাইস নিয়ে চারদিকের বাদামি অংশ কেটে রুটির বেলার বেলুন দিয়ে পাতলা করে বেলে নিন। বেলা রুটির মাঝখানে এক চামচ মতো পুর দিন। তারপর কোনকোনি করে এক পাশের ধারে ময়দার গোলা লাগিয়ে ভাজ ভাল করে চেপে সিল করে নিন। এভাবে সবগুলো তৈরি করে নিন। এবার ডিমে ডুবিয়ে, ব্রেড ক্রম্বে কোটিং করে ফ্রিজে রাখুন। জমে গেলে জিপ লক ব্যাগে ভরে রেখে দিন।

এবার কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে রেখে সমুসা দিয়ে ২-৩ মিনিট মতো ভেজে উলটে দিন। অন্য পাশ ভেজে হালকা বাদামি হলে টিস্যুর উপর তুলে নিন। সবশেষে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি - Tayyib.org
রেসিপি - Tayyib.orghttps://recipe.brandbangla.org
"রেসিপি" ওয়েবসাইট বাংলাদেশের সবচেয়ে বড় রেসিপি ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী আমাদেরকে রেসিপি দিচ্ছেন। আমাদের ওয়েবসাইটটি দেশের গন্ডি পেরিয়ে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশের মানুষের কাছে রেসিপিগুলো নিয়ে যেতে সক্ষম হয়েছি।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জনপ্রিয় রেসিপি